শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে ১৬ হাজার ৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আরিফুল ইসলাম: [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নে ১৬ হাজার ৬’শ ৬৮ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।

[৩] শনিবার (১ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার হতদরিদ্র পরিবারের লোকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এ নগদ অর্থ জনপ্রতি ৪’শ ৫০ টাকা করে হাতে হাতে তুলে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা। উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে তদারকি কর্মকর্তারা।

[৪] এর আগে উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের এই কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসন ব্রাহ্মণবাড়িয়া ৩১২-এর সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ। শুক্রবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল। উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান প্রমূখ।

[৫] সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অতিদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের মধ্যে কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই উপজেলায় নয় ইউনিয়নে ১৬ হাজার ৬’শ ৬৮ উপকারভোগীর মাঝে ৭৫ লাখ ৬০০টাকা বিতরণ অব্যাহত আছে। এরমধ্যে উপজেলার অরুয়াইল ইউনিয়নে ১হাজার ৯১০, পাকশিমুলে ২হাজার ২১৫, চুন্টা’য় ১হাজার ৬৭০, কালিকচ্ছে ১হাজার ৬২০, পানিশ্বরে ১হাজার ৯১৫, সরাইল সদর ২হাজার ৪৮০, নোয়াগাঁও ২হাজার, শাহজাদাপুরে ১হাজার ২৮৩ ও শাহবাজপুর ইউনিয়নে ১হাজার ৫৭৫জন উপকারভোগী এই সহায়তা পাচ্ছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়