শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৮:৪১ সকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, কৃষকের মুখে হাসি

হারুন-অর-রশীদ: [২] তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে ফরিদপুরের বিভিন্ন এলাকায় নামল স্বস্তির বৃষ্টি। খরতাপে দগ্ধ হওয়া জীবনে গ্রীষ্মের বৃষ্টিতে স্বস্তি মিলেছে কৃষকদের।

[৩] শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত গভীর রাতে বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা ফরিদপুরের ফসলি জমি।

[৪] দীর্ঘদিন তাপপ্রবাহ থাকার পর এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে উঠেন কৃষকরা। এ বৃষ্টির ফলে পাট, ইরি, বোরো ধান, শাকসবজি, আম, কাঁঠাল ও অন্যান্য ফলের ব্যাপক উপকার হবে বলে কৃষকদের মনে অনেকটা স্বস্তি।

[৫] ফরিদপুরের সালথার আজিজুল মাতুব্বর বলেন, এ এলাকার পাট, গম, ইরি, বোরো কৃষকরা বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছিলেন। রাতে স্বস্তির বৃষ্টি হওয়ায় ইরি, বোরো ধান, শাকসবজি ও ফল চাষীদের ব্যাপক উপকার হবে।

[৬] লাভলু ফকির নামের আরেক কৃষক বলেন, রাতের বৃষ্টিতে গরমের অস্বস্তি অনেকটা দূর হয়েছে। এতে কৃষকরা মাঠে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে।

[৭] কবির মোল্যা নামের আরেক কৃষক বলেন, এভাবে আরো কয়েকদিন বৃষ্টি নামলে ফসলের বাম্পার ফলন হবে।

[৮] জেলা কৃষি অফিস জানায়, এ সময়ের বৃষ্টির জন্য কৃষকরা অপেক্ষায় ছিলেন। শুক্রবার রাতের বৃষ্টিতে পাট,গম, ইরি-বোরো ধান, শাকসবজিসহ বিভিন্ন ফলের অনেকটা উপকার হবে্। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়