শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১১:২৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের আট বিভাগে ৮৩৩৫ টি কোভিড জেনারেল বেড এবং ৪৫৯ টি কোভিড আইসিইউ বেড খালি: মো.মাইদুল ইসলাম প্রধান

নিউজ ডেস্ক: “দেশের আট বিভাগে ৮৩৩৫ টি কোভিড জেনারেল বেড এবং ৪৫৯ টি কোভিড ডেডিকেটেড আইসিইউ বেড খালি” করোনাকালীন সময়ে দেশের ৮ বিভাগের হাসপাতালগুলির মধ্য থেকে এই মুহুর্তে মোট ৮৩৩৫ টি কোভিড জেনারেল বেড এবং ৪৫৯ টি কোভিড আইসিইউ বেড খালি হয়েছে। হাসপাতালগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৮ বিভাগে এই মুহুর্তে মোট কোভিড ডেডিকেটেড শয্যাসংখ্যা ১২ হাজার ৩৬৫ টি এবং মোট আইসিইউ শয্যা সংখ্যা ১০৮৪ টি।এগুলির মধ্য থেকে বহু সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় এখন উল্লিখিত বেডগুলি খালি হয়েছে। উল্লেখ্য,আট বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলিতে মোট জেনারেল বেড সংখ্যা ৫৬৪৪টির মধ্যে খালি রয়েছে ৩৪১৩ টি,মোট আইসিইউ ৭৬৯ টির মধ্যে খালি রয়েছে ৩২৮ টি।এই হাসপাতালগুলির মধ্যে সরকারি ১৩টি এবং বেসরকারি ১৩ টি হাসপাতাল রয়েছে। ঢাকা মহানগরের ১৩ টি কভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালের শয্যা সংখ্যাগত পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০৫ টি বেডের মধ্যে খালি রয়েছে ২৪৫ টি,মোট আইসিইউ ২০ টির মধ্যে কোন বেড এখন খালি নেই।বিএসএমএমইউ এর মোট ২৩০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১১৫টি,মোট আইসিইউ ২০ টি বেডের মধ্যে খালি রয়েছে ৪ টি,কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মোট ৩০০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৪৬ টি,মোট আইসিইউ বেড ১০ টির মধ্যে কোন বেড খালি নেই,মুগদা জেনারেল হাসপাতালের মোট ৩৬০ টি জেনারেল বেডের মধ্যে বর্তমানে খালি রয়েছে ২৩০ টি,মোট আইসিইউ বেড ১৯ টির মধ্যে খালি আছে মাত্র ১ টি,কুয়েত মৈত্রি হাসপাতালের মোট ১৬৯ টি জেনারেল বেডের মধ্যে খালি আছে ১০৭টি এবং মোট ২৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৪ টি,শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মোট ১৭৪ টি সাধারণ বেডের মধ্যে খালি রয়েছে ৯৫ টি এবং মোট ১৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৫ টি,শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মোট ২৮৮ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮৩ টি এবং মোট ১০ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১ টি,সরকারি কর্মচারী হাসপাতালের মোট ৯৪ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭৪টি এবং ৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১ টি,রাজারবাগ পুলিশ হাসপাতালের মোট ৪৮৫ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৩৬৪টি এবং মোট ১৫ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১০ টি।সংক্রামক ব্যাধি হাসপাতালের মোট ১০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৮ টি,এন.আই.সি.ভি.ডি হাসপাতালের মোট ১৩৭ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১২১ টি,টিবি হাসপাতালের মোট ২০০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮৭টি এবং মোট ৫ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৪ টি,ডিএনসিসি হাসপাতালের মোট ২০০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭৬ টি এবং মোট ১০০টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১৮টি।

মো.মাইদুল ইসলাম প্রধান, সিনিয়র তথ্য কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

-বিডিনিউজ এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়