শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাসকিনময় দ্বিতীয় দিন, লঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৯

রাহুল রাজ : [২]সফরকারীদের জন্য স্বস্তি বলতে এতটুকুই। নয়তো শ্রীলঙ্কা যত রান তুলে ফেলেছে, তাতে ম্যাচের ফলাফল নিয়ে সংশয় খুব কমই আছে।

[৩]সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় দিন শুক্রবার পাল্লেকেলেতে দুই সেশনে ৫ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তবে দুই সেশন পরেই বন্ধ হয়ে গেছে খেলা। প্রথমে বৃষ্টিতে এক দফা খেলা বন্ধ থাকে। এরপর আলোকস্বল্পতায় আবার বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব না হওয়ায় দিনের খেলার সমাপ্তি টানা হয়।

[৪]এদিন আলাদাভাবে নজর কেড়েছে তাসকিন আহমেদের বোলিং। একের পর এক ইনজুরিতে ফর্ম হারিয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর চোটের বিরুদ্ধে লড়াই করে নিজেকে ফিরে পেয়ে সুযোগ পান জাতীয় দলে। এবার বহুদিন পর এই ডানহাতি পেসার বল হাতে যেন আগুন ঝরালেন।

[৫]শুক্রবার ৩০ এপ্রিল তাসকিনের প্রথম শিকার সেঞ্চুরি করা ওপেনার লাহিরু থিরিমান্নে।

[৬] দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

লঙ্কানদের সংগ্রহ যখন ৬ উইকেটে ৪৩৬ রান, তখন হানা দেয় বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। এরপর কিছু সময়ের জন্য খেলা শুরু হলেও লঙ্কানরা ৪৬৯ রান তুলতে আবার বন্ধ হয়ে যায়। কারণ সেই আলোকস্বল্পতা। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডিকাভেলা ৬৪* এবং মেন্ডিস ২২* রানে অপরাজিত আছেন।

[৭]শনিবার আধা ঘন্টা আগে দিনের খেলা শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়