শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিনের মেধাস্বত্ব দেওয়ার বিরোধীতা করে তুমুল সমালোচনার মুখে বিল গেটস

আসিফুজ্জামান পৃথিল: [২]বিশেষজ্ঞরা মনে করেন, পুঁজিবাদী উন্নাসিক মানষিকতাই এই মন্তব্যের কারণ।

[৩] স্কাই নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিল গেটসকে উন্নয়নশীল দেশগুলোকে টিকা দিতে মেধাস্বত্ব আইন পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয়। তিনি সেখানেই স্পষ্টতই বিল গেটস উন্নয়নশীল দেশগুলোতে জ্ঞান সরবরাহ করে টিকা উৎপাদন করতে দেওয়ার বিরোধীতা করেন। এরপরেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা। দ্য ইন্ডিপেন্ডেন্ট

[৪] গেটস বলেন, ‘বিশ্বে অনেক টিকা কারখানা আছে। মানুষ টিকার নিরাপত্তার বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আগে কখনো তৈরি করা যায়নি এমন টিকা স্থানান্তরের বিষয়টি অভূতপূর্ব। কারণ, তা কেবল আমাদের অনুদান এবং দক্ষতার কারণেই ঘটতে পারে। কিন্তু এ ক্ষেত্রে যা আমাদের আটকে দিচ্ছে তা মেধাস্বত্ব সম্পদ। এর অর্থ এই নয় যে কোনো টিকা কারখানা অলস বসে আছে, যারা নিয়ন্ত্রকদের অনুমতি নিয়ে জাদুবলে নিরাপদ টিকা তৈরি করে ফেলবে। টিকা তৈরি করতে হলে এসব বিষয় পরীক্ষা করতে হবে। প্রতিটি পরীক্ষা পদ্ধতিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে।’ বিজনেস ইনসাইডার

[৫] ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার মতো কোম্পানিগুলো ইতোমধ্যেই টিকার ফর্মুলা শেয়ার করেছে। অতিমারি মোকাবেলায় বিশেষজ্ঞরা বিষয়টিকে সাধুবাদও জানাচ্ছেন। তবে এটি পছন্দ হয়নি বিশে^র অন্যতম ধনী এই ব্যক্তির। মহামারির শুরু থেকেই প্রচুর দান করেছেন গেটস। কোভ্যাক্স প্রকল্পেও তার অর্থ আছে। এই প্রকল্পের বড় অংশের টিকা আসবে দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে। এগুলোও তৈরি হচ্ছে মেধাস্বত্ব আইনে প্রয়োগের মাধ্যমেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়