শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে পৃথ্বীর ঝড়ো ব্যাটিং তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা

রাহুল রাজ:  [২] শিভাম দুবের করা ইনিংসের প্রথম ওভারে টানা ৬টি চার হাঁকিয়ে শুরু করেন পৃথ্বী শ। মাত্র ৪১ বলে ৮২ রান করে যখন থেমেছেন তখন জয় থেকে মাত্র ৯ রান দূরে। শেষ পর্যন্ত কলকাতা নাইটরাইডার্সকে লণ্ডভণ্ড করে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে দিল্লি ক্যাপিটালস।

[৩] আহেমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ২৫তম ম্যাচে কলকাতা মুখোমুখি দিল্লি ক্যাপিটালসের। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হয়। এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে কলকাতা ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে।

[৪] টার্গেটে খেলতে নেমে ২১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি। ৪৭ বলে ৪৬ রান করে ধাওয়ান আউট হলে ১৩২ রানে ভাঙে ওপেনিং জুটি। ধাওয়ান থেমে গেলেও থামেননি পৃথ্বী। ১১ চার ও ৩টি ছয়ে ৮২ রান করে জয়ের ভিত গড়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।

[৫] প্যাট কামিন্সের বলে ৬ হাঁকিয়ে জয় নিশ্চিত করতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রিশাভ পান্ত। তার ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রান। দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মার্কুস স্টয়নিস (৬) ও শিমরন হেটমায়ার (০)। কলকাতার হয়ে ৩টি উইকেট নেন প্যাট কামিন্স।

[৬] এর আগে আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে দিল্লি ক্যাপিটালসকে লড়াকু স্কোর দিতে পেরেছে কলকাতা। এডউইন মরগ্যান ০ রানে সাজঘরে ফিরে গেলে ক্রিজে আসেন রাসেল। প্রথম দিকে খেলতে থাকেন ধীরগতিতে। প্রথম ওভার বাউন্ডারি আসে ১৬ বলের সময়। এর আগে ১টি চারও ছিল না।

[৭] ১৮ বলে ১৬ রান করে রাসেল যখন ক্রিজে তখন ইনিংসের বাকি ১৮ বল। এরপরেই শুরু হয় এই ক্যারিবিয়ানের ঝড়। শেষ ৯ বলে করেন ২৯ রান। ৪তি ছয়ে সাজানো সেই ঝড়ে কলকাতার রান দেড়শ পার হয়।

[৮] ওপেনার নিতিশ রানার ব্যাট থেকে আসে ১২ বলে ১৫ রান। আরেক ওপেনার শুভমান গিল রানের দেখা পেয়েছেন। তবে তার ইনিংসটি ছিল ধীরগতির। ৩৮ বলে করেন ৪৩ রান। ১৭ বলে ১৯ আসে রাহুল ত্রিপাঠির ব্যাট থেকে। টপ অর্ডার ব্যাটসম্যানরা বেশি বল হজম করায় চাপ হয়ে দাঁড়ায় রাসেলদের জন্য।

[৯] ১০ বলে ১৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন দীনেশ কার্তিক। রাসেলের সঙ্গে ১৩ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন প্যাট কামিন্স। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ললিত যাদব ও অক্ষর প্যাটেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়