শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১০:৫১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১০:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১,আহত ৪

আবু মুত্তালিব মতি: বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল ব্রিজের নিকটে চাল বোঝাই ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৫৫) নামের এক ট্রাক্টরের শ্রমিক নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহীসহ ৪জন আহত হয়েছে। নিহত আব্দুর রশিদ নওগাঁ সদরের খয়রাবাজের বাসিন্দা। আহতদের ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও ট্রাক্টর আটক করেছে। ট্রাক চালক ও হেলপাড় পলাতক রয়েছে।

গতকাল ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় আদমদীঘির পশ্চিমে ইন্দইল ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ও ফায়ার সার্ভিসের ডিম লিডার সাহাদত হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মহাসড়কের আদমদীঘির ইন্দইল ব্রিজের পশ্চিমে নওগাঁ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট- ২০-০৯৭৫ নম্বর চাল বোঝাই একটি ট্রাক দন্ডায়মান ট্রাককে অভারটেক করার সময় বিপরিতমুখি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি খাদে পড়ে উল্টে যায় ও ট্রাক্টরের সামরে অংশ দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ট্রাক্টরের চালক নওগাঁ এনায়েতপুুরের সিরাজ (৩৩), শ্রমিক রনি (২১), আসলাম (৪৫) ও মোটরসাইলেক আরোহি আদমদীঘির আল জিলানী রাব্বি (২৭ গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়ার পর ট্রাক্টর শ্রমিক আব্দুর রশিদ মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়