শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপরাধপ্রবণতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৫, শহরগুলোর মধ্যে ঢাকা ৪১

আসিফুজ্জামান পৃথিল: [২] ২০২০ সালে শহর হিসেবে ঢাকার অবস্থান ছিলো ৪০। তবে দেশ হিসেবে বাংলাদেশের একধাপ অবনতি হয়েছে। গত বছর অপরাধপ্রবণতায় সার্বিকভাবে ১৬ নম্বরে থাকলেও এবার ১৫ নম্বরে আছে।

[৩] গত বছর বৈশ্বিক অপরাধ সূচকে এশিয়ায় ৩ নম্বরে ছিলো বাংলাদেশ। এবারও তাইই আছে। বাংলাদেশের উপরে আছে শুধু আফগানিস্থান ও সিরিয়া। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৭৬.৩৭ স্কোর নিয়ে সবার উপরে আফগানিস্তান। ২ নম্বরে থাকা বাংলাদেশের স্কোর ৬৪.২২। এরপরে আছে মালদ্বীপ (৫৫.৯৯), ইরান (৪৯.১৯), ভারত (৪৪.৭২), পাকিস্তান (৪৩.৮৬), শ্রীলঙ্কা (৪১.১৯) ও নেপাল (৩৫.৭২)।

[৪] দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর কাবুলের স্কোর ৭৬.০৬। এরপরেই আছে যথাক্রমে; মালে (৬৫.২৫), ঢাকা (৬৪.৯৪), গাজিয়াবাদ (৬১.৩০), নয়ডা (৬০.০৩), দিল্লি (৫৯.১৮), গুরগাঁও (৫৭.৪৬) ও করাচি (৫৪.৪৬)।

[৫] পৃথিবীর সবচেয়ে অপরাধপ্রবণ শহর ভেনেজুয়েলার কারাকাস। এরপরেই আছে যথাক্রমে; পাপুয়া নিউ গিনির পোর্ট মরসবে, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকার ডারবান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, হন্ডুরাসের সান পেদ্রো সুলা, দক্ষিণ আফ্রিকার পিটার্সমারিৎসবার্গ, ব্রাজিলের নাতাল, ব্রাজিলের ফোর্টালিজা ও ব্রাজিলের রিও ডি জেনেরিও।

[৬] বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ দেশ ভেনেজুয়েলা। এরপরেই আছে পাপুয়া নিউ গিনি, দিক্ষণ আফ্রিকা, আফগানিস্তান, হন্ডুরাস, ত্রিনিদাদ ও টোবাগো, এল সালভাদর, গায়েনা, সিরিয়া ও ব্রাজিল। বিশ্বের সবচেয়ে কম অবরাধপ্রবণ দেশ কাতার। এরপরেই আছে তাইওয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়