শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে লঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৯১

রাহুল রাজ: [২] টেস্টের চিরায়িত সেই কথাই যেন সত্য হলো, ‘দিনের প্রথম ঘণ্টা কাটিয়ে দাও, বাকিটা সময় নিজের করে নাও।’ পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুধুমাত্র দিনের প্রথম ঘণ্টা রয়েসয়ে খেলল। বাকিটা সময় কড়া শাসন করলো অতিথিদের। বাংলাদেশের বোলাররাও তাদের সাহায্য করেছে। তালগোল পাকানো বোলিংয়ে অনায়েস রান আসবে এটাই স্বাভাবিক।

[৩] পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে লাহিরু থিরিমান্নের সঙ্গে ২০৯ রানের জুটি গড়ার পথে করুণারত্নে ১২তম সেঞ্চুরি হাঁকান। ১৯০ বলে ১১৮ রানে লিটন দাশের ক্যাচ হন করুণারত্নে। বাকি সময়ে থিরিমান্নের সঙ্গে ক্রিজে ছিলেন ওশাডা ফার্নান্ডো।

[৪] ২১২ বলে ক্যারিয়ারের তৃতীয় ও বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি হাঁকান থিরিমান্নে। ওশাডা হাফ সেঞ্চুরির পথে ছুটছেন। ৮১ রানে তাদের জুটি ভাঙতে পারতো। দিনের শেষ ওভারে থিরিমান্নেকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন শরিফুল, আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেন। লঙ্কান ওপেনার রিভিউ নিলে দেখা গেছে বল স্টাম্প মিস করেছে। ১৩০ রানে জীবন পান থিরিমান্নে। তাদের অবিচ্ছিন্ন জুটি ৮২ রানের। প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কা ১ উইকেটে করেছে ২৯১ রান।

[৫] থিরিমান্নে ১৩১ ও ওশাডা ৪০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন অভিষিক্ত হওয়া শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়