শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রমজানের প্রথম ১৫ দিনে ৬ লাখেরও বেশি অসহায় মানুষের পাশে যুবলীগ

আমিরুল ইসলাম: [২] শেখ ফজলে শামস পরশ বললেন, করোনার মহাসংকট দূর না হওয়া পর্যন্ত যুবলীগের ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনার মহাসংকটে লকডাউনে অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রথম রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

[৪] শুধু ত্রাণ সামগ্রীই নয়, ইতোমধ্যে সারাদেশে যুবলীগের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ, ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। করোনার কারণে গ্রামাঞ্চলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে তাদের ঘরে তুলে দিচ্ছে।

[৫] শেখ ফজলে শামস পরশ বলেন, করোনার প্রথম পর্যায়ে যুবলীগ প্রায় ৪৪ লাখেরও বেশি অসহায়, কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিলো, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও পবিত্র মাহে রমজানের প্রথম ১৫ দিনে লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৬ লাখেরও অধিক মানুষকে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

[৬] মাইনুল হোসেন খান নিখিল বলেন, অতিমারি করোনার মহাসংকটে পূর্বের ন্যায় বর্তমানেও যুবলীগ সারাদেশে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো সংকটে যুবলীগ সবসময় মানুষের পাশে ছিলো, আছে, থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে দেশ সেবা করে যাবে যুবলীগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়