শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে মুক্তির জন্য ‘বিদ্রোহী ও সৌভাগ্য’ ছবির আবেদন জমা পড়েছে প্রযোজক পরিবেশক সমিতিতে

ইমরুল শাহেদ: ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহ। সাধারণত এ সময়টাতে ঈদে ছবি মুক্তি দেওয়ার হিড়িক পড়ে যায়। এমন কি প্রযোজক পরিবেশকদের মধ্যে ঠেলা-ধাক্কা শুরু হয়ে যায়, কে কতটি সিনেমা হল বুকিং দিবেন। কিন্তু মহামারির এ সময়টাতে সবাই যেন চুপসে গেছেন। প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, ঈদ মুক্তির জন্য এ পর্যন্ত দুটি ছবির আবেদন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’ ও অমি বনি কথাচিত্রের ‘সৌভাগ্য’।

অন্য প্রযোজক পরিবেশকরা নীরব থাকার কারণ হলো, দেশে এখনো চলছে ম্যুভমেন্টে নিষেধাজ্ঞা। যখন উঠবে তখন আর ঈদের বেশিদিন বাকি থাকবে না। তখন কয়টি সিনেমা হল খোলা থাকবে। দর্শকরা কতোটা সিনেমা হলে আসতে আগ্রহী হবেন ইত্যাদি। প্রযোজক পরিবেশক সমিতিতে এখন পর্যন্ত আবেদন না করলেও হিরো আলম ঘোষণা দিয়ে রেখেছেন একটি সিনেমা হলে হলেও তিনি ‘টোকাই’ ছবিটি মুক্তি দিবেন। শাকিব খান ‘অন্তরাত্মা’ ছবিটির কাজ শেষ করে দিয়েছেন ঈদ রিলিজের জন্যই। এছাড়া ঈদ রিলিজের জন্য আরো রেডি আছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’ এবং ‘বিক্ষোভ’।

তবে বিদ্রোহী ও বিক্ষোভ ছবির প্রযোজক সেলিম খান আগে হল মালিকদের সঙ্গে আলোচনায় বসতে চান। পরিস্থিতি অনুকূল থাকলে তিনি বিদ্রোহী মুক্তি দিবেন। অন্তরাত্মা ছবির প্রযোজক ড. সোহানী হোসেন বলেছেন, কোভিড প্রকোপের কারণে শুটিং পরবর্তী কাজ থেমে আছে। ছবিটি ঈদে মুক্তি দেওয়া সম্ভব নাও হতে পারে। তবে ছবিতে শাকিব খান থাকলে যে কোনো সময় ছবি মুক্তি দেওয়া যায় বলে তিনি মন্তব্য করেন।

‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রযোজক ও পরিচালকদের একজন সানী সানোয়ার বলেছেন, সিনেমা হল খোলা থাকলেও ছবি মুক্তি দিতে পারবো কিনা বুঝতে পারছি না। সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। ‘শান’ ছবির প্রযোজক ও কাহিনিকার আজাদ খান মনে করেন, আগে মানুষের জীবন ও জীবনের নিরাপত্তা; পরে বিনোদন। এদিকে সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল বলেন, ঈদে সিনেমা হল খোলা নাকি বন্ধ থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে এখনও কয়েকদিন সময় লাগবে। তবে আমরা চাই সিনেমা হল খোলা থাকুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়