শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১২:২০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে র‌্যাব-পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, আটক চার

সুজন কৈরী : রাজধানীর রমনার মালিবাগ রেলগেট সংলগ্ন রহমান হোমিও হলের সামনে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। আটকদের নাম- কাশেম (৩০) ও মনির হোসেন (২৫)।

এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিয়ান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

 

গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী কমিশনার জাবেদ ইকবাল বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ থেকে পিকআপে করে গাঁজা মালিবাগে আসার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মালিবাগ রেলগেট এলাকায় দেখতে পাওয়া যায় রহমান হোমিও হলের সামনে দুজন ব্যক্তি পিকআপ থেকে ৩টি চটের বস্তা নামাচ্ছেন। সন্দেহ হলে ডিবি পুলিশ পিকআপের দিকে এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত পিকআপ চালিয়ে রামপুরার দিকে পালিয়ে যায়। পরে ৩টি চটের বস্তা তল্লাশি করে ৭০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, সীমান্তবর্তী হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে এনে ঢাকা ও আশাপাশের বিভিন্ন এলাকায় তারা বিক্রি করতো।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

এদিকে র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজা ও তা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ নয়ন (৩৮) ও সবুজ (২৭) নামের দুজনকে আটক করা হয়। এছাড়া আটকদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনসেট ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়