শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১১:১৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বশির উদ্দিন: রাজধানীর ডেমরায় পুকুরের পানিতে ডুবে হিসাম আল কাউসার (১৩) এক কিশোরের মৃৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৮ এপ্রিল )সকালে ডেমরার ডগাইর কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিসাম চাঁদপুরের মতলব থানা এলাকার কাউছার সিদ্দিকীর ছেলে। সে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

প্রত্যক্ষর্দর্শীরা জানায়, কাউছার স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকাল ১০ দিকে বন্ধুদের সঙ্গে ডগাইর নিকটবর্তী কবরস্থান পুকুরে গোসল করতে নামে। এদিকে গোসলের এক পর্যায়ে কাউছার পানিতে তলিয়ে যায়। পরবতীতে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্র্র্র্র্র্র্র্র্ভিসের উদ্ধার টিম প্রায় আধাঘণ্টা চেষ্টার তার লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ বলেন, পুকুরটি উন্মুক্ত তাই এখানে সবাই গোসল করতে আসে। সকালে ছেলেটি পানিতে ডুবে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসে মৃতের পরিবারের সাথে কথা হয়েছে।

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান জানান সকালে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম নিয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করতে সক্ষম হই।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে ডেমরা থানায় একটি অপমত্যু মামলা দায়ের করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়