শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহরণের পাঁচ দিন পর শিশু উদ্ধার, আটক ৩

সুজন কৈরী : সাভারের উলাইল থেকে ১০ বছরের শিশু ইসতেফাত হোসেন সোহানকে অপহরণের ৫ দিন পর মঙ্গলবার রাতে মানিকগঞ্জের নবগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের ৩ সদস্যকে। আটকরা হলো- করিম বেপারী (২৯), বাদশা ওরফে রাজা (৩৫) ও হাবু মিয়া (৪৫)।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গত ২৩ এপ্রিল সকালে লোভনীয় খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মানিকগঞ্জের নবগ্রাম এলাকার একটি অজ্ঞাত বাসায় নিয়ে অপহরণকারীরা শিশুটির হাত ও চোখ-মুখ বেঁধে শারীরিক এবং মানসিক নির্যাতন করছিলো। শিশুটির পরিবারের সদস্যদের শিশুটির মারধরের শব্দ, কান্নার চিৎকার শুনিয়ে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলো।

এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল মঙ্গলবার রাতে মানিকগঞ্জের নবগ্রাম এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এ সময় শিশুটিকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে আটক করা হয়। আটকদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা একটি সংঘবদ্ধ চক্র এবং দীর্ঘদিন ধরে আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের এলাকা থেকে শিশুদের বিভিন্ন লোভনীয় খাবারের প্রলোভন দেখিয়ে অপহরন করছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়