শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়াকে আরো দুদিন হাসপাতালে থাকতে হতে পারে: ব্যক্তিগত চিকিৎসক

শিমুল মাহমুদ: [২]করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরো দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে। বুধবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিতসকদের একজন এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, মেডাম তো এখানে অসুস্থ হয়ে এসে ভর্তি হয়নি, নিয়মিত চেকাপের প্রেক্ষিতে ভর্তি করা হয়েছে। রাতে যেহেতু একসাথে সব পরীক্ষা নিরিক্ষা করা যায়নি তাই হাসপাতালে থেকেই তার পরীক্ষা নিরিক্ষার কথা ভাবা হয়।

[৪] হাসপাতালে কতদিন থাকতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাতো নির্ধারিত কিছু না। বলা যায়না যে কয়দিন থাকবেই। তবে আজ আর কাল কিছু টেস্ট করানো হবে। সেগুলো রিভিউ করার পর সিদ্ধান্ত নেয়া হবে।

[৫] এখন পর্যন্ত যে টেস্টগুলো করানো হয়েছে সেগুলোর ফলাফল কি জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত যা দেখলাম ওভারঅল সব ঠিক আছে। মেডামের শারিরীক অবস্থা স্থিতিশীল।

[৬] গতকাল মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে, তার সঙ্গে আছেন গৃহকর্মী ফাতেমা। সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন পত্রবধূ জোবাইদা রহমান, বোন সেলিমা ইসলাম, ভাই শামীম এস্কান্দার।

[৭] এরআগে গত ১৫ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তারপর তার ব্যক্তিগত চিকিৎসকরা বলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে। যা সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। তাই খালেদা জিয়ার আগের ওষুধের সঙ্গে নতুন ওষুধ অ্যান্টিবায়োটিক যুক্ত করা হয়।

[৮] গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। বর্তমানে তিনিসহ চারজন করোনা আক্রান্ত আছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়