শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিসেবের চেয়ে ভারতে কোভিড রোগী ৩০ গুণ অর্থাৎ ৫০ কোটিরও বেশি [ভিডিও]

রাশিদুল ইসলাম : [২] বিশেষজ্ঞরা বলছেন ভারতে অনেক কোভিড রোগীর তথ্য হিসেবে যোগ হচ্ছে না। মহামারী শুরু হওয়ার পর হিসেবে ভারতে ১৭.৬ মিলিয়ন কোভিড রোগী থাকলেও এর প্রকৃত সংখ্যা অর্ধ বিলিয়নের বেশি। সিএনএন

[৩] ভারতের বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীরা সতর্ক করে বলছেন উল্লেখযোগ্য হারে কোভিডে সংক্রমণ ও মৃতের সংখ্যা বিভিন্ন কারণে অগোচরে থেকে যাচ্ছে যেগুলোর মধ্যে দুর্বল অবকাঠামো, মানব ত্রুটি ও পরীক্ষার নিচু হার।

[৪] নতুন দিল্লির সেন্টার ফর ডিজিজ ডিনামিক্স, ইকোনোমিক্স এন্ড পলিসির পরিচালক রামানান লক্ষীনারায়ণ বলেন, গত বছর প্রায় ৩০টি সংক্রমণের মধ্যে একজনই পরীক্ষায় ধরা পড়েছিল, তাই রিপোর্ট হওয়া ঘটনাগুলি সত্য সংক্রমণের গুরুতর অবমূল্যায়ন। এবার দ্বিতীয় ওয়েভে, মৃত্যুর পরিসংখ্যান সম্ভবত মারাত্মক অবমূল্যায়নকারী এবং আমরা যা দেখছি তা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত মৃত্যুর খবরের চেয়ে অনেক বেশি। এমন কোনো পরিবার নেই যে কোভিডে আক্রান্ত হয়নি বা কেউ মারা যায়নি।

[৫] ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশন বলছে ভারতে প্রতিদিন মৃত্যুর রেকর্ড আগামী মধ্য মে পর্যন্ত অব্যাহত থাকবে এবং তা দিনে ১৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। এবং তা হবে বর্তমান মৃত্যু হারের চারগুণ।

[৬] ‘হু’ বলছে ভারতে দিনে কুড়ি লাখ লোককে কোভিড পরীক্ষা করা হচ্ছে।

[৭] ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা দ্বিগুণ বা তার চেয়েও বেশি কারণ কেবলমাত্র হাসপাতালে মৃতদের সংখ্যা তালিকাভুক্ত করা হচ্ছে এবং তারচেয়ে বেশি মানুষ বাড়িতে বা রাস্তায় মারা যাচ্ছে।

https://videos.dailymail.co.uk/video/mol/2021/04/28/8011834814290872038/640x360_MP4_8011834814290872038.mp4

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়