শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব কবির মিলন: তরমুজে রঙ এবং কেমিকেল

মাহবুব কবির মিলন : ফুড সেইফটি অথরিটিতে থাকাকালীন তরমুজে রঙ মেশানোর বিষয়টি নিজেই অনেকবার পরীক্ষা করেছিলাম। আস্ত তরমুজ কেনা হলো। ইসলামপুর থেকে কাপড়ের রঙ এবং অনেকগুলো চিকন সিরিঞ্জ। এবার পরীক্ষার পালা।
প্রথমদিন বিকালে তরমুজে সুই ঢুকাবার পর রঙ আর সিরিঞ্জ থেকে বের হয় না। সুইয়ের মাথার ছিদ্রে তরমুজ ঢুকে পথ বন্ধ হয়ে যাচ্ছে। তারপর পথ পরিষ্কার করে এক সিরিঞ্জ রঙ ঢুকিয়ে বাসায় ফিরে গেলাম। সুই ফুটানোর ছিদ্র যাতে তরমুজে বুঝা না যায় সে জন্য তরমুজের ওই জায়গাটা নখ দিয়ে ঘষে সমান করে দেওয়া হয়েছিল। পরদিন বিজয়ের হাসি হেসে তরমুজ কুরবানি করে দেখি রঙ এক জায়গায় লাল টকটকে হয়ে জমে আছে। চারিদিকে ছড়িয়ে পড়েনি। স্পষ্ট বুঝা যাচ্ছে আলাদা রঙ। একজনে পরামর্শ দিল, স্যার রঙ আরও পাতলা করেন। আনা হলো আবার তরমুজ। পাতলা করে রঙ বহু কসরত করে ঢোকানো হলো। পরেরদিন একই অবস্থা। রঙ একজায়গায় জমে আছে।

এক ইন্সপেক্টর সাহেব বললেন, চিনির সিরার সাথে রঙ মিশিয়ে তরমুজে ইঞ্জেকশন দিতে। আনা হলো চিনি। বানানো হলো সিরা। রঙ মিশিয়ে সিরা সমেত প্রবেশ করালাম। পরদিন কেটে ফলাফল একই। এক জায়গায় জমে থাকে। ছড়িয়ে পড়েনি। এবার আর একজনে পরামর্শ দিলো, স্যার এই কামের ওস্তাদ তো আপনি না। তরমুজ বেচ্ছেইননি কোনোদিন। তাহলে? তরমুজ বেঁচে এইরকম একটারে ধইরা আনেন অফিসে। লোক পাঠানো হল। অফিসের নাম শুনে আর কেউ আসে না। সবাই আল্লাহর নামে কসম করে আর বলে, স্যার আমরা এই কাম কোনদিন করিনি। একটারেও আনতে পারলাম না। পরীক্ষাটাও মনের দুঃখে ক্ষ্যান্ত দিলাম। প্রশ্ন থেকেই গেলো মনে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়