শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন পেটেন্ট দেওয়া হলে গরিব দেশগুলো এক দশকেও টিকা পাবে না বললেন বিল গেটস

রাশিদুল ইসলাম : [২] কোভিড ভ্যাকসিনে পেটেন্ট বাধ্যবাধকতার পরামর্শ দিচ্ছেন অনেকে। এর ঘোর বিরোধিতা করে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন তিনি বিশ্বাস করেন না যে মহামারী মোকাবেলায় বিশ্বকে যুক্ত করার ব্যাপারে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কোনো যোগসূত্র আছে। আরটি

[৩] ফাইজার এবং মডার্নার টিক যাতে সব দেশ পায় সে জন্যে বিশ্ব বাণিজ্য সংস্থার অধিনে গ্লোবাল প্রোটেকশন পাচ্ছে এ দুটি কোম্পানি। এধরনের টিকার ঘাটতি যাতে না পড়ে সেজন্যে ভারত, দক্ষিণ আফ্রিকা, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তি এধরনের প্রোটেকশন আহবান জানিয়ে আসছে।

[৪] তবে সারাবিশ্বে টিকা যাতে পাওয়া যায় সেজন্যে শুরু থেকে প্রচারণা চালিয়ে আসছেন বিল গেটস। অর্থ দান করেছেন বিলিয়ন ডলারের। তিনি মনে করেন টিকাকে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি প্রোটেকশন দেওয়া খারাপ ধারণা। টিকা কখনো ইন্টেলেকচুয়াল প্রোপার্টি হতে পারে না বলে দাবি করেন বিল গেটস।

[৫] বিল গেটস বলেন, প্রতিটি উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এখানে কত শীগগির টিকা উৎপাদন করে বেশি দেশে তা ছড়িয়ে দেওয়া যাবে সেটাই মুখ্য বিবেচ্য। কিন্তু ধনীদেশগুলোর নাগরিকরা কত শীঘ্র কোভিড প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে তারওপর নির্ভর করছে গরিব দেশগুলোতে টিকা পৌঁছে দেওয়ার বিষয়টি।

[৬] বরাবরই ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রটেকশনের সমর্থক হলেও বিল গেটস মনে করেন কোভিড টিকার ক্ষেত্রে এমন হওয়া উচিত নয়। বরং ওপেন সোর্স বা টিকা তৈরির প্রযুক্তি উন্মুক্ত করে দিলেই তা দ্রুত বিভিন্ন দেশে উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়