আবুল কালাম : [২] পাবনার সুজানগর-চিনাখড়া আঞ্চলিক সড়কের কাঁঠালবাড়িয়া নামকস্থানে সোমবার সকালে সিমেন্ট বোঝাই ট্রলির সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে যুথী খাতুন(২৪) ও রতন মোল্লা(৪০) নামের দুইজন নিহত হয়েছেন।
[৩] নিহতরা হলেন, সুজানগর উপজেলার তাতিবন্ধ গ্রামের শামীম হোসেনের স্ত্রী যুথী খাতুন এবং বেড়া উপজেলার জাতসাকিনী গ্রামের রোস্তম আলীর ছেলে ও ট্রলির হেলপার রতন।
[৪] সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরোদ্দুজা জানান, দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
[৫] এসময় মোটরসাইকেল আরোহী যুথী পিছন থেকে ছিটকে রাস্তায় পড়েন এবং ট্রলির হেলপাড় রতন ছিটকে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।