শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষকের ধান কেটে দিলেন রাউজান পৌর মেয়র

শাহাদাত হোসেন: [২] হাতে কাঁচি নিয়ে কৃষকের ধান কেটে দিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

[৩] রোববার (২৫ এপ্রিল) বিকাল পর্যন্ত রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান এলাকায় কয়কজন অসহায় কৃষকের বোরো ধান কাটে দেন তারা।

[৪] জানা যায়, বোরো ধান কাটার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতো কৃষি শ্রমিক। করোনাকালীন সময়ে লকডাউন থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষি শ্রমিক না আসায় কৃষকরা বোরো ধান কাটা নিয়ে চিন্তায় পড়েন। কৃষকের এই দুর্ভোগ লাঘবে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে অসহায় কৃষকদের ফসলী জমি থেকে পাকা ধান কেটে দিলেন।

[৫] রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। কৃষি শ্রমিকের অভাবে পাকা ধান কাটা নিয়ে কৃষকেরা হিমশিম খেতে হচ্ছে। তাই রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় আমাদের নেতাকর্মীদের নিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

[৬] এসময়ে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দিপলু দে, তানভীর হাসান চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু সালেক, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, বেলাল হোসেন সিফাত প্রমুখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়