শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পুকুর ভরাট নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২০

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে পুকুর ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজারে এ ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন- নূর হোসেন, রানা আহমেদ, ইমরান, সিয়াম, সানোয়ার, শাওন, কাফী, শহিদুল, আকাশ, নাজনীন ও নাসরিনসহ ২০ জন।

[৫] স্থানীয়রা জানান, শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের রেজাউল করিমের একটি পরিত্যক্ত পুকুর ভরাটের কাজ নেন স্থানীয় রানা গংয়ের লোকজন। সোমবার সকালে সেই মাটি ভরাটের কাজটি এমদাদ, মাসুদ, সামিদুল, বাবু, বিশু, শুভ, সাইফুল, ইসহাক, আনিস, মামুন, সোহেল, নয়ন, আকরাম, ইমরান গংয়ের লোকজন শহর থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক কাজটি নিজেদের দখলে নিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করেন। এ খবর পেয়ে রানা গংয়ের লোকজন বিষয়টি পুকুরের মালিক রেজাউল করিমের কাছে জানতে গেলে এমদাদ ও সম্রাট গংয়ের লোকজন তাদের উপর হামলা চালায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ের এমদাদ গংয়ের লোকজন বাড়ীঘর ভাংচুর ও ফলের দোকানে প্রবেশ করে লুটপাট করে নিয়ে যায়। এতে উভয়ের পক্ষের অন্তত ২০জন হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৬] সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আধিপত্তা বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত ওই এলাকায় দ্বন্দ্ব চলে আসছিল। সকালে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়