শিরোনাম
◈ শাপলা চত্বরে গণহত্যায় তদন্ত প্রতিবেদন দিতে ২ মাস সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল ◈ তারেক রহমানের দেশে ফেরার সময় জানালেন সালাহউদ্দিন আহমদ ◈ বৃহস্পতিবার সব দোকান ও বিপণিবিতান খোলা ◈ নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে:: প্রধান উপদেষ্টা ◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লোরিডায় বাড়ির উঠানে ‘বাচ্চা ডাইনোসর’

ডেস্ক নিউজ: গভীর রাত। হঠাৎ বাড়ির উঠানের ওপর দিয়ে ছুটে গেল কিছু একটা। মাত্র কয়েক সেকেন্ডের সেই ঘটনা ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা যায়, লম্বা লেজের কোনো প্রাণী পেছনের দুপায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে গেল। ভিডিওটি যারাই দেখেছেন, তারাই বলেছেন, এটা আর কিছুই নয়, একটা ‘বাচ্চা ডাইনোসর’।

অদ্ভুত ওই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানের বাসিন্দা ক্রিস্টিনা রায়ান নামের এক নারীর বাড়ির আঙিনায় ১৫ এপ্রিল রাতে ধরা পড়েছে ওই দৃশ্য।

ফক্স ব্রডকাস্টিং করপোরেশনের মালিকানাধীন ফ্লোরিডার টেলিভিশন চ্যানেল ফক্স ৩৫-কে ক্রিস্টিনা রায়ান বলেন, অদ্ভুত প্রাণীটি মাত্র পাঁচ সেকেন্ডের জন্য তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ওই ভিডিও যিনি দেখেছেন, তিনিই বলেছেন, ওটা একটা ‘বাচ্চা ডাইনোসর’। ক্রিস্টিনা বলেন, ‘ভোররাত ৩টা ৪০ মিনিটে কোনো প্রাণীই ওভাবে ছুটবে না। তবে প্রাণীটা যে আসলে কী, তা এখনো পরিষ্কার নয়। অনেকে বলছেন, ওটা হয়তো কোনো কুকুর, শিয়াল বা অন্য কিছু হতে পারে। কিন্তু এই প্রাণীগুলোর কোনোটা ওভাবে পেছনের পায়ে ভর করে হাঁটবে না।’

এরপর ক্রিস্টিনা দ্রুতই বলে ওঠেন, ‘জুরাসিক পার্ক (হলিউড চলচ্চিত্র) অনেক বেশিবার দেখায় হয়তো আমার এমনটা মনে হয়েছে।’ ফ্লোরিডার এই বাসিন্দা বলেন, ‘কিছু মানুষ অবশ্য ভিডিওটি দেখে বলেছেন, ওটা হয়তো কোনো পাখি হবে। কিন্তু পাখির তো চার পা থাকে না। কাজেই এ যুক্তিও টিকছে না। আমার দৃঢ় বিশ্বাস, ওটা কোনো ডাইনোসরই হবে। সূত্র: নিউজ ১৮, টুডে নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়