শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লোরিডায় বাড়ির উঠানে ‘বাচ্চা ডাইনোসর’

ডেস্ক নিউজ: গভীর রাত। হঠাৎ বাড়ির উঠানের ওপর দিয়ে ছুটে গেল কিছু একটা। মাত্র কয়েক সেকেন্ডের সেই ঘটনা ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা যায়, লম্বা লেজের কোনো প্রাণী পেছনের দুপায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে গেল। ভিডিওটি যারাই দেখেছেন, তারাই বলেছেন, এটা আর কিছুই নয়, একটা ‘বাচ্চা ডাইনোসর’।

অদ্ভুত ওই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানের বাসিন্দা ক্রিস্টিনা রায়ান নামের এক নারীর বাড়ির আঙিনায় ১৫ এপ্রিল রাতে ধরা পড়েছে ওই দৃশ্য।

ফক্স ব্রডকাস্টিং করপোরেশনের মালিকানাধীন ফ্লোরিডার টেলিভিশন চ্যানেল ফক্স ৩৫-কে ক্রিস্টিনা রায়ান বলেন, অদ্ভুত প্রাণীটি মাত্র পাঁচ সেকেন্ডের জন্য তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ওই ভিডিও যিনি দেখেছেন, তিনিই বলেছেন, ওটা একটা ‘বাচ্চা ডাইনোসর’। ক্রিস্টিনা বলেন, ‘ভোররাত ৩টা ৪০ মিনিটে কোনো প্রাণীই ওভাবে ছুটবে না। তবে প্রাণীটা যে আসলে কী, তা এখনো পরিষ্কার নয়। অনেকে বলছেন, ওটা হয়তো কোনো কুকুর, শিয়াল বা অন্য কিছু হতে পারে। কিন্তু এই প্রাণীগুলোর কোনোটা ওভাবে পেছনের পায়ে ভর করে হাঁটবে না।’

এরপর ক্রিস্টিনা দ্রুতই বলে ওঠেন, ‘জুরাসিক পার্ক (হলিউড চলচ্চিত্র) অনেক বেশিবার দেখায় হয়তো আমার এমনটা মনে হয়েছে।’ ফ্লোরিডার এই বাসিন্দা বলেন, ‘কিছু মানুষ অবশ্য ভিডিওটি দেখে বলেছেন, ওটা হয়তো কোনো পাখি হবে। কিন্তু পাখির তো চার পা থাকে না। কাজেই এ যুক্তিও টিকছে না। আমার দৃঢ় বিশ্বাস, ওটা কোনো ডাইনোসরই হবে। সূত্র: নিউজ ১৮, টুডে নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়