শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা, সরবরাহকারীদের দাম কমানোর অনুরোধ

সুমাইয়া ঐশী: [২]সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, রাজধানীতে সকল প্রাপ্তবয়স্ককে বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে। আগামী শনিবার থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এর আগে মহারাষ্ট্রেও রাজ্যের ১৮ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। এরপরই একই পথে হাঁটলো দিল্লি। এনডিটিভি, ইন্ডিয়া টুডে, বিজনেস টুডে

[৩] এনিয়ে কেজরিওয়াল জানান, আমরা ইতোমধ্যেই ১ কোটি ৩৪ লাখ ডোজ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছি। এই টিকাগুলো যাতে দিল্লির সব নাগরিকদের কাছে দ্রæত সময়ের মধ্যে পৌঁছায় সে নিয়েও কাজ করছি আমরা। তবে কেবলমাত্র দিল্লির সরকারি হাসপাতালগুলোর জন্য এটি কার্যকর হবে। বেসরকারি হাসপাতালে টিকা নিলে অর্থ পরিশোধ করতে হবে টিকা গ্রহণকারীদের।

[৪] একই সঙ্গে রাজ্য সরকারের জন্য টিকার দাম কমাতে ভ্যাকসিন প্রস্তুতকারীদের প্রতি আহŸান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলে, আমি প্রতি ডোজ ভ্যাকসিন ১৫০ রুপি করে নিতে প্রস্তুতকারী কোম্পানিগুলোকে অনুরোধ জানিয়েছি। বলেছি, সারাজীবন তোমরা এগুলো থেকে লাভ করতে পারবে। কিন্তু এই মহামারির সময় সাধারণ মানুষের কথা চিন্তা করা দরকার।

[৫] তিনি আরও বলেন, একজন ভ্যাকসিন সরবরাহকারী রাজ্য সরকারের কাছে প্রতি ডোজ টিকা ৪০০ রুপি করে দিতে চেয়েছে, আরও একজন দাম চেয়েছে ৬০০ রুপি। অথচ তারা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের কাছে প্রতি ডোজ ১৫০ রুপি করে বিক্রি করছে। আমি আশা করছি, এই দাম সব ক্ষেত্রেই যাতে সমান হয়। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন বলেও জানান কেজরিওয়াল। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়