শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:৪১ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৯৩তম অস্কারের আসরে ইতিহাস গড়লো ক্লো ঝাও’য়ের ‘নোম্যাডল্যান্ড’

লিহান লিমা: [২] চীনা চলচ্চিত্র নির্মাতা ক্লো ঝাও এর ছবি ‘নোম্যাডল্যান্ড’ জিতেছে ৯৩তম অস্কারে সেরা ছবির পুরষ্কার। সিএনএন, গার্ডিয়ান

[৩]ক্লো ঝাও প্রথম কোনো অ-শ্বেতাঙ্গ নারী হিসেবে সেরা পরিচালকের পুরষ্কার জিতেছেন, অস্কারের ইতিহাসে সেরা পরিচালক খেতাব জেতা দ্বিতীয় নারী তিনি।

[৪] ছবির প্রধান অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরমান্ড ঝুলিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরষ্কার। যুক্তরাষ্ট্রের মহামন্দায় সময় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ষাট বছরের বিধবা ফার্নের চরিত্রে অনবদ্য ও সাবলীল অভিনয় তাকে এ পুরষ্কার এনে দেয়।

[৫]‘দ্য ফাদার’ ছবিতে ডিমনেশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুুরষ্কার জিতেছেন স্যার অ্যান্থনি হপকিন্স।‘দ্য ফাদার’ ছবির জন্য সেরা সংগৃহীত চিত্রনাট্যকারের খেতাব জিতেছেন ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্রোরিয়ান জেল্লের।

[৬]‘জুডাস এন্ড দ্য ব্ল্যাক মসিয়হ’ ছবিতে অভিনয়ের জন্য সেরা সহশিল্পীর পুরষ্কার পেয়েছেন ড্যানিয়েল কালুয়া। এই ছবির ‘ফাইট ফর ইউ’ সেরা গান ক্যাটাগরিতে অস্কার জিতেছে।

[৭]প্রথম কোনো কোরিয় শিল্পী হিসেবে সেরা সহ-অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন ইয়ে জং ইয়ুন (মিনারি)।

[৮] সেরা সঙ্গীত ও অ্যানিমেশন ছবির পুরষ্কার জিতেছে ‘সোল ল্যান্ডস’।

[৯]‘প্রমিজিং ইয়ং উইম্যান’ ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের ট্রফি জিতেছেন ব্রিটিশ অভিনেত্রী, লেখক ও পরিচালক এমারেল্ড ফেনেল।

[১০] সেরা বিদেশী ছবি ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছে ডেনমার্কের পরিচালক থমাস ভিটনারবার্গের ছবি ‘অ্যানাদার রাউন্ড।’

[১১] সেরা প্রামাণ্যচিত্র শাখায় অস্কার জিতেছে ‘মাই অক্টোপাস টিচার’।

[১২] সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হয়েছে ‘কলেট’। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে ‘টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির স্বীকৃতি পেয়েছে ‘ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ’।

[১৩]সেরা ভিজ্যুয়াল ইফেক্টস শাখার অস্কার জিতেছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’

[১৪]সেরা সম্পাদনা শাখায় পুরস্কার পেয়েছে ‘সাউন্ড অব মেটাল’

[১৪] সেরা পোশাক পরিকল্পনা শাখা এবং সেরা রুপ ও চুলসজ্জা শাখায় অস্কার জিতেছে ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’।

[১৫]সেরা শিল্প নির্দেশনা শাখার অস্কার পেয়েছে সর্বাধিক ১০টি শাখায় মনোনীত ডেভিড ফিঞ্চারের ‘ম্যাঙ্ক’। সেরা চিত্রগ্রহণ শাখার অস্কারও জিতেছে ‘ম্যাঙ্ক’

[১৬]মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে অ্যাকাডেমির হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা-নির্মাতা টেইলার পেরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়