শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবী কর্মীরা

কাওসার হামিদ: [২] বরগুনার তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকটের কারণে নিয়মিত হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় ময়লা আবর্জনা বিরাজ করছিল।

[৩] হাসপাতালটির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ও হাসপাতালে আসা রোগীদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরতে উদ্বুদ্ধ করেন স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

[৪] শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় জিয়া উদ্দিন মান্নার নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার উদ্যোগে তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

[৫] জানা যায়, গত কয়েকদিন ধরেই মহামারী করোনা ভাইরাস এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া রোগের প্রকোপ যার কারণে ডাক্তাররা হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। জনবল সংকটের কারণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয় না। হাসপাতালে রোগীদের সাথে সুস্থ মানুষ এসব ময়লা-আবর্জনা দেখে অস্বস্তিবোধ করেন এবং অসুস্থ হয়ে পড়েন এসব সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে তালতলী হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

[৬] স্বেচ্ছাসেবী কর্মীরা হাসপাতালে প্রতিটা রুমের ফ্লোরে জীবাণুনাশক স্প্রে ও স্যাভলন দিয়ে দিয়ে পরিষ্কার করেন এছাড়াও হাসপাতালে আসা রোগীদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরতে উদ্বুদ্ধ করেন তারা।

[৭] সংগঠনটির তালতলী শাখার দলনেতা জিয়াউদ্দিন মান্না বলেন, এর আগেও কয়েকবার যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। হাসপাতালে ভিতরে ও চারপাশে যেখানে যেখানে ময়লা আবর্জনা আছে সেখানেই অভিযান পরিচালনা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

[৮] তালতলী হাসপাতালে ডাক্তার দিলীপ কুমার রায় তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের এমন ভালো কাজের সব সময় সাথে ছিলাম আমরা হাসপাতালটি খুব সুন্দর করে পরিষ্কার পরিছন্নতা করছেন তারা।

[৯] এসময় সসংগঠনটির প্রায় ২০ জন স্বেচ্ছাসেবী কর্মী উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়