মনিরুল ইসলাম: [২] ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আব্দুল কাদেরের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি।
[৩] রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয় ।
[৪] বিবৃতিতে সরকারের গ্রেপ্তার অভিযানের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত একমাসে সারাদেশে বিরোধীদল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।
[৫] তিনি বলেন, গ্রেপ্তার অভিযানের এই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :