শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহামারীতে অভাব, বাড়িতে যেতে পারেন না তবুও রবিউল বললেন, ‘আল্লাহ দয়াময়’

রাশিদ রিয়াজ : শনিবার রাত ১১টায় রাজধানীর মুগদাপাড়া থেকে রিকশায় উঠে রওনা দিলাম। গন্তব্য মধুবাগ, হাতির ঝিল। ইঞ্জিন রিকশাচালকের নাম জিজ্ঞেস করতেই সে জানাল তার নাম মোহাম্মদ রবিউল। বাড়ি গাইবান্ধা সদর। তিনমাস বাড়ি যেতে পারেন না। করোনাকালে অর্থসংকট এরপর লকডাউন। দিনকাল কেমন যাচ্ছে জিজ্ঞেস করতে অকপটে বলল, স্যার সময় খুব খারাপ। আগে দিনে খ্যাপ মেরে খাওয়া, ঘরভাড়া দিয়ে দিনে ৫’শ টাকা থাকত। এখন পয়সা তো দূরের কথা ধার দেনায় চলছি। বাড়ি যাব কিভাবে, কিছু পয়সা ছাড়া, রেল বন্ধ। স্ত্রী ও সাড়ে তিন বছরের ছেলে আছে বাড়িতে, বাবা দেখছেন তাদের। অল্প কিছু জমি জমাও আছে।

রাস্তা ফাঁকা। মুগদার গলি, মধ্য বাসাবো খেলার মাঠ, অলিগলি শেষে রিকশা চলছে ফ্লাইওভারের নিচে দিয়ে খিলাগাও রেলগেট অভিমুখে। এরপর মালিবাগ রেলগেট বায়ে রেখে আবুল হোটেলের গলি দিয়ে মধুবাগের শেষ প্রান্তে আমাকে নামিয়ে দিল রবিউল। কষ্টের কথা শোনায় রবিউল, কবে কেটে যাবে মহামারী। স্যার অনেক সময় পুলিশ ধরে ইঞ্জিন রিকশার জন্যে। ভাল পুলিশ হলে ৬শ আর ঘিরিঙ্গি হলে ১২শ। রিকশা ছাড়াইয়া না আনতে পারলে গ্যারেজে আর রিকশা পাওয়া যায় না। দিনে গরমে রিকশা চালানো যায় না। এরই মধ্যে ফোন করে রবিউল তার আরেক বন্ধু কাওরান বাজার তা জেনে নিল। বললাম সারারাত চালাবা, রবিউল জানায় না স্যার কাওরান বাজারে একটু আড্ডা মারমু। এরপর বাসায় ফিরুম।

কিছুক্ষণ নিঃশব্ধ রিকশা চালানোর পর হঠাৎ রবিউল বলে বসল, স্যার আল্লাহর দয়া অশেষ। কেমন জিজ্ঞেস করি। স্যার আমার ছেলেটা দেখতে খুবই সুন্দর, আশেপাশে অনেক ঘর থেকে দেখতে আসে ছেলেকে। ফোনে কথা বলি। বাড়িতে ফিরে যেতে বলে স্ত্রী। তয় খামু কি? একটু উপায় থাকলে ঢাকা ছাড়তাম, দেশে তো আর ঘর ভাড়া লাগে না। মধুবাগ এসে গেলে রবিউলের ফোন নম্বর জিজ্ঞেস করলাম, ০১৯৭৩৭৩৪৫৪৮ জানালো। এ্যান্ড্রোয়েড ফোন না থাকায় ছবি তুলতে পারলাম না। হাতির ঝিল পার হয়ে অফিস থেকে সাইকেল নিয়ে মিরপুর ফিরতে হবে। ফিরলামও বাসায় রাত ১২টা ৪৬ মিনিটে। তখনো মনে রবিউলের কথার প্রতিধ্বনি ঘুরপাক খাচ্ছে, স্যার আল্লাহর অনেক দয়া...

  • সর্বশেষ
  • জনপ্রিয়