তাহমীদ রহমান: [২] ১৫ জন অংশগ্রহণকারী দক্ষিণ পশ্চিম ফ্রান্সের লম্ব্রাইভস গুহায় ফোন, ঘড়ি ও সূর্যের আলো ছাড়া বাস করতে শুরু করেছিলেন। বিবিসি
[৩] স্বেচ্ছাসেবীদের একটি প্যাডেল বাইক দিয়ে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে হয়েছিলো এবং ১৪৬ ফুট নিচ থেকে পানি আনতে হয়েছিলো। নিজেদের তৈরি তাঁবুতে শুয়েছিলেন তারা। বাইরের বিশ্বের সাথে তাদের কোনও যোগাযোগ ছিল না।
[৪] শনিবার ডিপ টাইম পরীক্ষাটি শেষ হয়েছে এবং ২৭ থেকে ৫০ বছর বয়সী আটজন পুরুষ এবং সাতজন নারী গুহা থেকে বের হয়েছেন।
[৫] প্রকল্পটির তত্ত্বাবধানকারী বিজ্ঞানীরা একদিন আগে গুহায় প্রবেশ করে তাদের জানান, খুব দ্রুত তাদের পরীক্ষাটি শেষ হতে যাচ্ছে। তারা হাসিখুশি হলেও বেশ চমকিত হয়ে করতালির মাধ্যমে গুহা থেকে বের হয়।
[৬] প্রকল্পটির পরিচালক, ফরাসী সুইস এক্সপ্লোরার ক্রিশ্চিয়ান ক্লট বলেছেন, গুহা থাকা সময়টি অনেক ধীরে ধীরে চলেছে বলে মনে হচ্ছে। বেশিরভাগ অংশগ্রহণকারীদের বলেন, ৩০ দিন আগে আমরা গুহায় গিয়েছিলাম বলে মনে হচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল