শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ধসে পড়া অর্থনৈতিক অবস্থার মধ্যেই দেশে তৈরি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করলো লেবানন [২]পাঁচ বছর ধরে সুদ ছাড়াই এর মূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতারা

সুমাইয়া ঐশী:[৩] সম্প্রতি লঞ্চ করা হয়েছে কুদস রিজ নামের এই লাল রঙের গাড়িটি। এর নামকরণ করা হয়েছে জেরুজালেমের আরবি নামানুসারে। এই গাড়িটি প্রস্তুত করেছেন লেবাননের বংশদ্ভুত ফিলিস্তিনি ব্যবসায়ী জিহাদ মোহাম্মদের কোম্পানি। তিনি বলেন, গাড়িটি শুরু থেকে শেষ পর্যন্ত লেবাননের মাটিতেই তৈরি হয়েছে। দেশে তৈরি এটিই প্রথম অটোমোবাইল পণ্য। আল জাজিরা, ফ্রান্স২৪, আল আরাবিয়া

[৪] কুদস রিজের ডিজাইনেও রয়েছে জেরুজালেমের ছাপ। গাড়ির সামনে মসজিদুল আকসার সোনালি রঙের একটি লোগো যুক্ত করা হয়েছে। গাড়িটির মূল্য ধরা হয়েছে ৩০ হাজার ডলার। আপাতত ১০ হাজারটি গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

[৫] দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থার মধ্যে ক্রেতা পাওয়া যাবে কিনা এ নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি দেশটিতে জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত বৈদ্যুতিক সরবরাহের কারণে প্রায় প্রতিদিনই পাওয়ার কাটের সম্মুখীন হতে হয় লেবাননের ৬০ লাখ জনগণকে। এর মধ্যে এই গাড়িগুলোকে চার্জ দেওয়ার জন্য অতিরিক্ত বিদ্যুতের যোগান আসবে কীভাবে তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

[৬] তবে এই দুটি সমস্যারই সমাধান দিয়েছে কোম্পানিটি। গাড়ি কেনার জন্য গ্রাহকরা মোট দামের অর্ধেক প্রথমে ডলারে পরিশোধ করবেন। এরপর বাকি অর্থ সমমূল্যের লেবানিজ পাউন্ডে সুদ ছাড়াই পাঁচ বছরে পরিশোধ করা যাবে। ডলার থেকে লেবানিজ পাউন্ডের এক্সচেঞ্জ রেট হবে সাধারণ বø্যাক মার্কেটের থেকেও কম। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়