শিরোনাম
◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনা পূর্বধলায় দখল হচ্ছে ধানখালি খাল

হাবিবুর রহমান: [২] উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ভূমি অফিসের পাশে যাত্রাবাড়ী ধানখালি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে দীর্ঘ খালটি সরু হয়ে পানিপ্রবাহ কমে যাচ্ছে। ফলে বিলে সেচ ও পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

[৩] সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী বাজারসংলগ্ন খালের পূর্ব ও পশ্চিমপাড়ে অবৈধ স্থাপনা জন্য আরসিসি পিলার স্থাপন করা হয়েছে।

[৪] ইতোমধ্যে ঐখানে দোকানঘর ও স্থাপনার সংখ্যা ৬-৭টি। দখলের কারণে খালটি সংকুচিত হয়ে নব্যতা হারাচ্ছে। বর্ষা মৌসুমে বিলের পানি খালে নামতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

[৫] খোঁজ নিয়ে জানা যায়, যাত্রাবাড়ী বাজার এলাকায় খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় কয়েকজন। তবে তারা খাল দখলের কথা স্বীকার করে বলেন, এখানে তাদের কয়েকটি ঘর আছে এখন তারা আরসিসি পিলার করে উপরের ছাদ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখেই ঘর তৈরি করবে। সরকারিভাবে যদি কোনো নিষেধাজ্ঞা আসে তাহলে তারা করবে না বলে জানান।

[৬] বিশকাকুনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, করোনাকালীন সময় অফিস বন্ধ থাকায় সুযোগ নিয়ে তারা ফিলারগুলো করেছে। খবর পেয়ে তাদেরকে নিষেধ করা হয়েছে।

[৭] সহকারী কমিশনারের (ভূমি) নাসরিন বেগম সেতু বলেন, খাল দখলের বিষয়টি জানেন না, তবে বিষয়টি দেখে আইনানুগ ব্যবস্থ নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়