শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকা করতে বললেন পুতিন

লিহান লিমা: [২] ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকা করে রাশিয়ায় অবস্থিত ওই দেশগুলোর দূতাবাস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যবস্তু বানানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোতে রাশিয়ার কূটনৈতিকদের ওপর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞারোপকে কেন্দ্র করে পাল্টা প্রতিশোধমূলক এই নির্দেশনা দিয়েছেন পুতিন। মস্কো টাইমস

[৩]ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এই আইন অনুযায়ী অবন্ধুসুলভ দেশ ও বিদেশী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রুশ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই নির্দেশের আওতায় তালিকাভূক্ত দেশগুলোর ওপর সীমাবদ্ধতা আরোপ, রাশিয়ায় অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলোতে বিদেশী ও রুশ কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দেয়া হবে।

[৪]গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ ও মার্কিন ফেডারেল এজেন্সিগুলোতে চালানো সাইবার হামলার অভিযোগে ১০জন রুশ কূটনৈতিককে বহিষ্কার করে। পাল্টা নিষেধাজ্ঞায় রাশিয়া ১০মার্কিন কূটনৈতিককে বহিষ্কার ও রাশিয়ায় মার্কিন এনজিওগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়াসহ মার্কিন দূতাবাসগুলোতে রুশ ও বিদেশী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দেয়।

[৫]এর আগে চেক রিপাবলিক গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৮জন রুশ কূটনৈতিককে বহিষ্কার করে। রাশিয়া পাল্টা প্রতিত্ত্যুরে ২০জন চেক কূটনৈতিককে বহিষ্কার করে।

[৬]গত সপ্তাহে পোল্যান্ড ৩রুশ কূটনৈতিককে বহিষ্কারের কথা জানায়, ফলে মস্কোও পাল্টা পদক্ষেপ হিসেবে ৫জন পোলিশ কূটনৈতিককে বহিষ্কার করে।

[৭]লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়াও নিজেদের দেশ থেকে ৪ রুশ কূটনৈতিককে বহিষ্কার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়