শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১১:১০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়েক পিকভ্যানে ছিনতাই গ্রেপ্তার-২

ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নন্দন পার্কের সামনে শুক্রবার রাতে একটি পিকভ্যান আটকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় মহাসড়কে টহলরত পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো- কালিয়াকৈর উপজেলার হাটুরিয়া চালা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে শরীফ (২৪) ও গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার বোর্ড বাজার এলাকার আলতাফ হোসেনের ছেলে নু রনবী (২৫)।

পুলিশ জানান, ঢাকার কেরানিগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যান উপজেলার বেনুপুর বাজারে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নন্দন পার্কের সামনে একদল ছিনতাইকারী কেপি পরিবহনের (ঢাকা মেট্রো জ- ১৪-১২৬১) একটি বাস দিয়ে ব্যারিকেট দেয়। পরে কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬হাজার টাকা মোবাইল সেট ছিনতাই করে কালিয়াকৈরের দিকে পালিয়ে যায়। এসময় মহাসড়কে টহলরত পুলিশকে ঘটনাটি খুলে বললে পুলিশ ছিনতাইকারীদের পিছু নেয়। পুলিশ কালিয়াকৈরের হিজলতলী এলাকায় অভিযান চালিয়ে বাসটিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। এসময় আরো দুই ছিনতাইকারী পুলিশের টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ একটি রামদা, একটি স্টীলের চাকু ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেন। এসময় কেপি পরিবহনের বাসটি জব্দ করেন।

এঘটনায় পিকআপ ভ্যানের চালক সুব্রত সূত্রধর বাদী হয়ে চারজনের নামে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলো একই উপজেলার জালশোকা গ্রামের শাহিন ও একই উপজেলার পাবুরিয়া চালা গ্রামের রকি। এই দুই আসামী পলাতক রয়েছে বলে পুলিশ জানান।
কালিয়াকৈর থানার এসআই ফরিদ মিয়া জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়