শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:০০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরা ধানের মণপ্রতি মূল্য ১৫০০ টাকা নির্ধারণের দাবি, ৫০ লাখ টান ধান ত্রুয়ের আহবান

মনিরুল ইসলাম: [২] বোরা ধানের মণপ্রতি মূল্য এক হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

[৩] বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শনিবার এক বিবৃতিতে এই দাবি জানান।

[৪] তিনি প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে সরকারিভাবে কমপক্ষে ৫০ লাখ টন ধান ক্রয়ের আহ্বান জানিয়েছেন।

[৫] বিবৃতিতে তিনি বলেন, দেশের হাওর অঞ্চলে ইতিমধ্যেই ৪০ ভাগ বোরো ধান ধান কাটা হয়েছে। অথচ এখনো সরকার ধান ক্রয়ের জন্য দাম নির্ধারণ করেনি। কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি গবেষণা ইন্সটিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবারে বোরো ধানের উৎপাদন খরচ গড়ে ২৬ টাকার উপরে পড়েছে বলে জানিয়েছে। সেেেত্র উৎপাদন খরচের সাথে ৪০ শতাংশ মূল্য সংযোজন করে ধানের দাম নির্ধারণ করতে হবে। এটা না করলে দেশের কৃষি-কৃষক কৃষি কাজ করে টিকে থাকতে পারবে না। ফলে উৎপাদন খরচের সাথে ৪০ শতাংশ মূল্য সংযোজন করলে ধানের দাম মণপ্রতি ১৫০০ টাকা নির্ধারণ করা উচিত।

[৬] বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, গত বছরের এই সময়ে খাদ্য মজুদ ছিল ১২ লাখ টন, এখন তা ৩ লাখ টনে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে কমপে ১৫ লাখ টন খাদ্য মজুদ থাকা উচিত। না হলে বাজারে অস্থিরতা তৈরি হতে বাধ্য। তিনি আরো বলেন, সরকারের ভূল নীতির ফলে
একদিকে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে,

[৭] অন্যদিকে, বাজারে বাড়তি দামে ভোক্তারা চাল কিনতে বাধ্য হচ্ছে। কারণ কৃষক ধান উৎপাদন করে, চাল নয়। আর সরকার চাল বেশি কিনে ধান কম কেনে। এতে মধ্যসত্ত্বভোগী চাতাল ও মিল মালিকদের মুনাফার স্বার্থই প্রাধান্য পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়