শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকার আসাদুল হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

আবুল বাশার : [২] ময়মনসিংহের ভালুকার আসাদুল হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়াকে ময়মনসিংহ ডিবি পুলিশের সহযোগিতায় সিলেট থেকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

[৩] পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ভাওলিয়াবাজু গ্রামের আসাদুল ইসলামকে (৪৮) ফোন করে বাড়ি থেকে ডেকে এনে নৃশংসভাবে খুনের ঘটনার প্রধান আসামি মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়া (২১) কে শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে গ্রেফতার করছে ভালুকা মডেল থানা পুলিশের এসআই ইকবাল হোসেন (পিপিএম)’র নেতৃত্বে একটি দল।

[৪] উল্লেখ্য, উপজেলার ধীতপুর গ্রামে আসাদুলকে কয়েকজন দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে, পরবর্তীতে আসাদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এই হত্যা ঘটনায় ৩০২/৩৪ ধারায় ভালুকা মডেল থানায় একটি মামলা হয়, মামলা নং-৩৪, তাং ২০/০৪/২০২১ইং।

[৫] এরপর পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহ করে এবং এই মামলার প্রধান আসামি হিসেবে মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়া (২১) চিহ্নিত হয়। কিন্তু ঘটনার পরপরই মেহেদী গা ডাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও ময়মনসিংহ ডিবি পুলিশের সহায়তায় তাকে সিলেট কোতয়ালী থানাধীন লাল বাজার এলাকা থেকে পলাতক থাকা অবস্থায় গ্রেপ্তার করে ভালুকা মডেল থানা পুলিশ।

[৬] এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে প্রধান আসামি মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়াকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে এই হত্যা মামলায় আরও দুই আসামি সাব্বির (১৬) ও রবিন (১৭) কে গ্রেফতার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়