জাহাঙ্গীর চমক: [২] আবহাওয়া অনুকূল থাকায় এ বছর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ধান পাকতে শুরু করায় এরই মধ্যে শুরু হয়েছে পাকা ধান কেটে ঘরে তোলার উৎসব।
[৩] বর্তমানে উপজেলার চরাঞ্চলের কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ৪-৫ দিনের মধ্যে পুরোদমে শুরু হবে ধান কেটে ঘরে তোলার উৎসব। প্রত্যাশা অনুযায়ী ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মূখে ফুটেছে হাসি।
[৪] সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর এ উপজেলায় ৫ হাজা ১’শ ৫০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে ব্লকের মিলিয়ে ১০ থেকে ১২ জাতের ধান আবাদ করা হয়েছে।
[৫] সরেজমিন দেখা যায়, এবছর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় সবকটি ইউনিয়নেই ধান চাষ করা হয়েছে। রোগ-বালাই কম হওয়ায় ধানের ফলনও ভালো হয়েছে। প্রথম ধাপে শুরু হয়ে ধান কাটার কর্মযজ্ঞ। আগামী ৪-৫ দিনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুরোদমে শুরু হবে ধান কাটার কাজ।
[৬] সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মিজান জানান, এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় কৃষকরা তাদের কাঙ্খিত ফলন ঘরে তুলছেন। সম্পাদনা: হ্যাপি