রাহুলরাজ : [২] ৩১২ রানেপিছিয়ে থেকে ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনমাঠে নেমেছিল শ্রীলঙ্কা। প্রথম সেশন শেষে বাংলাদেশের সঙ্গে সেইব্যবধান ২১০ রানে নামিয়ে আনলো তারা। দিমুথ করুণারত্নের সঙ্গে ধনঞ্জয়া ডিসিল ভারজুটি ১৪১ রানের। এদিন মাঠে নেমে সেঞ্চুরি করেছেন করুণারত্নে, আরধনঞ্জয়াহাফ সেঞ্চুরি। প্রথম সেশনে কোনও উইকেট নাহারিয়ে ১০২ রানকরেছে স্বাগতিকরা।
[৪] সংক্ষিপ্তস্কোর: শ্রীলঙ্কা ১০৪ ওভারে ৩৩১/৩ (করুণারত্নে ১৩৯*, ধনঞ্জয়া ৭৪*); বাংলাদেশ: প্রথমইনিংস ৫৪১/৭ ডিক্লে.