শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৯ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের হার ইতিহাসের কালো দিন: রমিজ রাজা

ডেস্ক রিপোর্ট : জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে লজ্জার হার মেনে নিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের দেওয়া ১১৯ রান করতে পারেনি বাবর আযমের দল। বরং দক্ষিণ আফ্রিকা জয় করে আসা মেন ইন গ্রিনরা অলআউট হয়েছে ৯৯ রানে। হেরেছে ১৯ রানে।

দলের এই হারকে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের কালো দিন বলে অ্যাখ্যা দিয়েছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সাবেক পাকিস্তান ওপেনারের মতে, হেডলাইটের সামনে খরগোশ পড়লে তার যে দশা হয়, পাকিস্তান ব্যাটসম্যানদের দশা ছিলো তেমনই।

নিজের ইউটিউব চ্যানেল রমিজ বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটাররা বেপরোয়া শট খেলেছে। কোন জুটি ছিলো না, কোন পরিকল্পনা ছিলো না। জিম্বাবুয়ের ভালো বোলার শুধু মুজুরাবানি। ম্যাচের রিপ্লে দেখলেই আপনারা বুঝবেন, পাকিস্তানের ব্যাটসম্যানরা খুবই সাধারণ মানের ছিলো।’

জিম্বাবুয়েকে ক্লাব পর্যায়ের দলের সংগে তুলনা করে রমিজ রাজা বলেন, ‘এই হার একটা দুর্ঘটনা। আমি বিস্মিত। ম্যাচ পর্যলোচনা করতে গিয়েও আমি রাগান্বিত হয়ে পড়ছি। এটা নিঃসন্দেহে আমাদের ক্রিকেট ইতিহাসের কালো এক দিন।’

ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১৮ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ওপেনার কামুনহুকামে ৪০ বলে ৩৪ রান করেন। এছাড়া চাকাভা ১৮ ও মেদহেভেরে ১৬ রান করেন। পাকিস্তানের হয়ে অধিনায়ক বাবর আযম ৪৫ বলে ৪১ রান করেন। ড্যানিশ আজিজ করেন ২২ রান। আর কেউ ক্রিজে দাঁড়াতে পারেনি। তারা তাই এক বল থাকতে অলআউট হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়