শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:২৪ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বংশাল থানায় মামলা দায়ের

সুজন কৈরী: শুক্রবার রাতে পু‌লিশ বা‌দি হ‌য়ে দায়রকৃত মামলায় অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে। অ‌ভিযুক্ত করা হ‌য়ে‌ছে ভবন মালিক ও গোডাউন মালিকদের।

বংশাল থানার ও‌সি শাহীন ফকির বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা প্রথমে অপেক্ষা করেছিলাম যে, অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা মামলা করে কি না। কিন্তু স্বজনরা মামলা করার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেননি। চারজন নিহত এবং ২১ আহত হয়ে ঘটনাটি বড় আকার ধারণ করায় পুলিশ বাদি হয়ে রাত ৯ টার দিকে মামলাটি করে। মামলায় আসামিরা হলেন ভবনের মালিক মোস্তাক আহমেদ এবং কেমিক্যাল গোডাউনের মালিকরা।

এর আ‌গে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশনে অ‌গ্নিকাণ্ড ঘটে। ফায়ার সা‌র্ভি‌সের ১৯ ইউনিটের চেষ্টায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগু‌নে চারজনের মৃত্যু এবং ২১ জন আহত হন। ঘটনার পর শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ, দক্ষিণ সিটি করপোরেশন ও বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় সিলগালা করা হয় হাজী মুসা ম্যানশন নামক ভবন‌টি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভবনটি সিলগালা থাকবে জা‌নি‌য়ে‌ছেন জেলা প্রশাসক।

এ‌দি‌কে অ‌গ্নিকাণ্ডস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন পু‌লিশ বু্য‌রো অব ইন‌ভে‌স্টি‌গেশ‌নের (পি‌বিআই) কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়