শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরমানিটোলায় অগ্নিকাণ্ড, ক্ষতিপূরণ দেওয়ার দাবি বিএনপির

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গোডাউনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ জনের প্রাণহানি ও ১৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে বিএনপি।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আজ রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার আবাসিক এলাকায় কেমিক্যালের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। অতীতে পুরান ঢাকার চুরিহাট্টা ও নিমতলীসহ বিভিন্ন আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য হতাহতের ঘটনা ঘটলেও সরকার ও সিটি কর্পোরেশন এসব অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন থেকেছে।

প্রতিনিয়ত এ ধরনের অগ্নিকাণ্ড কিংবা বাসার রান্নার গ্যাস বিস্ফোরণে মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, ঘটনার পর পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও এ পর্যন্ত সেসব পদক্ষেপ আলোর মুখ দেখেনি। সরকারের এহেন উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে।

বিবৃতিতে, বিএনপি মহাসচিব অবিলম্বে আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউনসহ দাহ্য পদার্থের গোডাউন অপসারণ ও হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়