শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে জমে উঠেছে ইফতার বাজার

জিল্লুর রয়েল: [২] মাহে রমজানে বগুড়ার নন্দীগ্রামে জমে উঠেছে ইফতার বাজার। বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে। এরপরেও স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী ও ইফতার বিক্রয় করার দিকনির্দেশনা রয়েছে। তাই বিকেল ৪ টার পর জমে উঠে ইফতার বাজার। নন্দীগ্রাম উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অস্থায়ী ইফতার বাজার গড়ে উঠেছে। তা শুধুই মাহে রমজান মাসের জন্য।

[৩] নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে আরব আলী হোটেল এন্ড রেস্টুরেন্ট ও বিস্মিল্লাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টে সবচেয়ে বেশি পরিমাণ ইফতার বিক্রয় লক্ষ্যকরা যায়। অপরদিকে নন্দীগ্রাম পুরাতন বাজারে রাস্তারপার্শ্বে অস্থায়ী দোকানে ইফতার বিক্রয় করছে আব্দুল হাকিম, খন্দকার আব্দুল আজিজ, আব্দুল মালেক লাদু, আকবর হোসেনসহ অন্যান্যরা। তাদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ইফতার বিক্রয় করে আসছে।

[৪] ক্রেতাদেরও ব্যাপক চাহিদা রয়েছে। এসব দোকানে ৯ প্রকার ইফতার বিক্রয় হচ্ছে। ইফতার বাজার স্বাভাবিক থাকায় ক্রেতারাও স্বস্তিতে ইফতার ক্রয় করে নিয়ে যাচ্ছে। ইফতার বাজারে বুট ১০০ টাকা, বৈন্দা ১০০ টাকা, বেগুনি ১৫০ টাকা, পেঁয়াজি ১৫০ টাকা, জিলাপি ১০০ টাকা, চানাচুর ১৫০ টাকা, বাদাম ১৫০ টাকা, চিড়াভাজা ১৫০ টাকা ও চুটকী ১৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। ইফতার বাজারের ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, স্বাভাবিক মূল্যেই তারা ইফতার ক্রয় করছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়