শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে পাবলিক পরীক্ষা নিয়ে ভাবছে সরকার, ফর্মুলা তৈরিতে গঠিত হয়েছে সুপারিশ কমিটি

শরীফ শাওন: [২] মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইনে পরীক্ষা আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্য গঠিত সুপারিশ কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৮ এপ্রিল । বিশ্ববিদ্যালয়ের কমিটির সভা হবে ২৫ এপ্রিল।

[৩] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. মুহাম্মদ আলমগীর বলেন, অনলাইন পরীক্ষার বিষয়ে ফর্মূলা জমা দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। কমিটি গঠন হলেও এখনও কার্যক্রম শুরু হয়নি।

[৪] মুহাম্মদ আলমগীর বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজ থেকেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে জানিয়েছে ইউজিসি। তবে এখনও তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। অনেক বিশ্ববিদ্যালয় ক্লাসের পার্টিকুলার অ্যাসিসমেন্ট বিক্ষিপ্তভাবে করলেও ফাইনাল পরীক্ষা নিতে পারেনি। এসকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বুয়েট তাদের অ্যাসেসমেন্ট শুরু করে বন্ধ করে দিলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও আর অগ্রসর হয়নি। তবে বুয়েট তাদের একটি বিভাগে শেষ সেমিষ্টারের এই অ্যাসিসমেন্ট করেছে কেবল দুটি গ্রেডের (পাস এবং ফেল) ভিত্তিতে।

[৫] ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাবলিক পরীক্ষা আয়োজনে গঠিত সুপারিশ কমিটির সভাপতি প্রফেসর নেহাল আহমেদ বলেন, আইটি বিশেষজ্ঞদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

[৬] বিশ্বের কোথাও পাবলিক পরীক্ষা অনলাইনে নেওয়ার তথ্য পাওয়া যায়নি। এছাড়াও দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে ইন্টারনেট দুষ্প্রাপ্ততা এবং সকলের কাছে স্মার্ট ডিভাইস প্রাপ্তিতা নিয়েও জটিলতা রয়েছে। আইটি বিশেষজ্ঞদের এসকল বিষয় বিবেচনায় উপায় বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়