শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কার্বন নিঃসরণ কমাবে: বাইডেন

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা কার্যকর করা হলে যুক্তরাষ্ট্রের কার্বন স্তর ২০০৫ সালের অবস্থায় চলে আসবে। জো বাইডেন বলেন, তার প্রশাসন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরে বদ্ধপরিকর। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব ধরীত্রি দিবসে বিশ্ব নেতাদের নিয়ে আয়োজিত অনলাইন কনফারেন্সে এ কথা বলেন তিনি।

[৩] একই সম্মেলনে চীনের সবুজ উন্নয়নের ঘোষণা দেন শি জিন পিং। শি আরও জানান, বেইজিং ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনবে। শি আরও জানান, তার দেশ কয়লার ব্যবহার কমিয়ে দেবে। সে দেশের ১৫তম পঞ্চবার্ষিকি পরিকল্পনাতেও বিষয়টির উল্লেখ আছে বলে জানান চীনা প্রেসিডেন্ট।

[৪] বরিস জনসন বিশ্বের অন্যতম প্রধান দূষক যুক্তরাষ্ট্রের উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন ২০৩০ সালে যুক্তরাজ্য ৭৮ শতাংশ নিঃরণ কমাবে। ফলে তার দেশের পরিবেশ হবে ১৯৯০ সালের মতোই নির্মল।

[৫] জার্মান চ্যান্সেলর অ্যানগেলা মেরকেল জানিয়েছেন, তার দেশ ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫২ শতাংশ কমাবে। তিনি আবারও জলবায়ু লড়াইয়ে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্রকে অভিবাদন জানান।

[৬] মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ জানান, তার দেশ যে নতুন নতুন তেলক্ষেত্র আবিস্কার করছে, সেগুলো নিজ দেশেই ব্যবহার করা হবে। রপ্তানি করা হবে না। এর বদলে তার দেশ জলবিদ্যুৎ তৈরিতে মনোনিবেশ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়