শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে কোভিড ডেডিকেডেট হাসপাতালে খালি শয্যা ৬৭৫৭ ও আইসিইউ ২৯১ টি

শিমুল মাহমুদ: [২] সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ি, সারা দেশে আইসিইউ শয্যা রয়েছে ১০৬৬ টি, হাই ফ্লো নেজাল ক্যানুলাসহ আইসিইউ সমতুল্য শয্যা ১৫৪৭, অক্সিজেন কনসেনট্রেটর ১৩৩২টি। করোনা ভাইরাসে আক্রান্ত ভর্তিকৃত রোগী সংখ্যা ৫৪৮০ এরমধ্যে আইসিইউতে আছেন ৭৭৫ জন।

[৩] ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালে ৫ টি, রাজারবাগ পুলিশ হাসপাতাল ৮ টি, কুয়েত মৈত্রী হাসপাতালে ও ২৫০ শয্যা টিবি হাসপাতাল ৩ টি করে, বিএসএমএমইউ’য়ে ২ টি ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একটি আইসিইউ শয্যা খালি রয়েছে।

[৪] বেসরকারি হাসপাতালের মধ্যে ইমপালস হাসপাতাল ৩৫ টি, সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ১১ টি, ফেমাস হাসপাতাল ১৪ টি, পপুলার মেডিকেল কলেজ হাসপতাল ৮ টি, হাই কেয়ার হাসপাতাল ৭ টি, বেটার লাইফ হাসপাতাল ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল ৫ টি করে, স্কয়ার হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, জয়নুল হক সিকদার ও মেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, কমফোর্ট হাসপাতাল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও হলি ফ্যামিলি হাসপাতালে ৪ টি করে।বিআইএইচএস হাসপাতাল ৩ টি, এ এম জেড হাসপাতাল ও জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ২ করে, বাংলাদেশ স্পেসিয়ালাউজড হাসপতাল, গ্রীন লাইফ হাসপতাল, বারডেম হাসপাতাল ও সাজেদা হাসপাতালে একটি করে আইসিইউ খালি রয়েছে।

[৫] বাংলাদেশে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫৪টি এবং এসব হাসপাতালে মোট শয্যার সংখ্যা ৫১,৩১৬টি। আর বেসরকারি হাসপাতাল রয়েছে ৫,০৫৫ টি, যেখানে মোট শয্যার সংখ্যা ৯০,৫৮৭টি। কোভিড ডেটিকেটেড হাসপাতালে জেনারেল শয্যা রয়েছে ১২,২৩৭ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়