শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হেফাজতের পক্ষে হামলার নেতৃত্ব দেন আ.লীগ সভাপতির তিন ছেলে

ডেস্ক নিউজ: সরাইল উপজেলায় আবু তালেব নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার তিন ছেলে হেফাজতের তাণ্ডবে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের করা একটি মামলায় ছোট ছেলে ইসমাইল হোসেনের নাম এসেছে।

পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। সেদিনের তাণ্ডবের একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের কাছে। ওই ভিডিও থেকে পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।

আবু তালেব নামের ওই আওয়ামী লীগ নেতা স্থানীয় অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

গত ২৭ মার্চ বিকেলে উপজেলার অরুয়াইল এলাকায় মোদিবিরোধী বিক্ষোভ মিছিল করেন সেখানকার হেফাজতকর্মীরা। পরে মিছিলকারীরা অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এতে থানার পরিদর্শকসহ (তদন্ত) ২৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেছে সরাইল থানা পুলিশ। এ মামলার এজাহার নামীয় ৩০ নম্বর আসামি আওয়ামী লীগ নেতা আবু তালেব মিয়ার ছোট ছেলে ইসমাইল হোসেন। তার আরও দুই ছেলে হাফেজ যাকারিয়া মাহমুদ ও ইউনুসের মিছিলের নেতৃত্বে ছিলেন।

তবে অভিযোগের ব্যাপারে অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব মিয়া বলেন, আমাদের প্রতিপক্ষরা আমাদের সুনামে ঈর্ষান্বিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। আমার পরিবারের কেউ বিক্ষোভ মিছিলে যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, পুলিশ ক্যাম্পে হামলা মামলায় অভিযুক্তদের মধ্যে এখানকার আওয়ামী লীগ সভাপতি আবু তালেব মিয়ার ছেলের নাম এ মামলার এজাহারে রয়েছে। আমরা তাকে গ্রেফতারে জন্য অভিযান চালাচ্ছি।

এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, আমরা ভিডিও ফুটেজে দেখেছি ওনার দুই ছেলে মানুষকে নেতৃত্বে দিতে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, ওনার আরেক ছেলেও জড়িত ছিল। একটি ঘটনায় এক ছেলেকে আসামিও করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকিদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: বাংলা নিউজ, জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়