শিরোনাম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজেপি নেতাদের অক্সিজেন ট্যাঙ্কারে পুজা, বিলম্বের কারণে প্রাণ গেল ১০ করোনা রোগীর!

মেহেদী হাসান: [২] ৩০ টন লিকুইড অক্সিজেন নিয়ে একাট ট্রাক গুজরাট থেকে যাচ্ছিল ভারতের ইন্দোরে।

[৩] ট্রাক ড্রাইভার তার গাড়ির প্রয়োজনীয়তার কথা বুঝতে পেরে যত সম্ভব দ্রুত চালাচ্ছিলেন। ৭০০ কিলোমিটার পাড়ি দিতে গিয়ে তিনি মাত্র ৩ ঘন্টা ঘুমিয়েছেন। ২০ ঘন্টার পুরো জার্নির মধ্যে খাবারের জন্য একবার মাত্র বিরতি নিয়েছিলেন ।

[৪] এরপরেও ২ ঘন্টা দেরি হয়ে যায় তার নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে। কারণ , ইন্দোর শহরে প্রবেশ করার পরে সেই অক্সিজেনের ট্রাকে পূজা দেওয়া হয়। ট্রাকটাকে ফুল, বেলুন দিয়ে সাজানো হয়। কয়েকজন সেখানে ভাষণ দেন মিডিয়ার ক্যামেরার সামনে।

[৫] বিজেপি লোক সভার এমপি শঙ্কর লালওয়ানী, স্থানীয় এমএলএ রমেশ ম্যানডোলা, আকাশ বিজয়াভারজিয়াসহ নাম না জানা একজন সন্যাসী এই কাজে অংশ নেন।

[৬] সেই রাতে ইন্দোর শহরের বিভিন্ন হাসপাতালে ১০ জন কেভিড রোগী মারা যায় অক্সিজেনের অভাবে। অক্সিজেনকে পূজা না করে রোগীর নাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করলে হয়তো ১০টা প্রাণ বাঁচানো যেত। সুত্র: দি টাইমস অব ইন্ডিয়া/ জি নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়