শিরোনাম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক, স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট, পাস নিয়ে হেরোইন বহন, মাদক কারবারি আটক

সুজন কৈরী : [২] করোনা পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় এগুলো পরিবহনের কথা বলে পুলিশের মুভমেন্ট পাস নিয়েছিলেন সৌমিক আহম্মেদ সিদ্দিকী (৪২) নামের একজন। কিন্তু তিনি এর আড়ালে মাদক পরিবহন করছিলেন। অতঃপর ধরা পড়েন র‌্যাবের হাতে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল মার্কেটের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-০২ এর একটি দল।

[৩] র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান নিয়ে সীমান্ত এলাকা থেকে মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে আসার তথ্য পেয়ে ব্যাটালিয়নের একটি দল টাউনহল মার্কেটের সামনে চেকপোষ্ট বসায়। এ সময় সন্দেহজনক প্রাইভেটকার থামানো হ। আটক করা হয় আন্তঃজেলা মাদক কারবারী চক্রের সদস্য সৌমিক আহম্মেদ সিদ্দিকীকে। তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। সেই সঙ্গে নগদ সাড়ে ১৩ হাজার টাকা একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

[৪] প্রাথমিক অনুসন্ধান ও আটককৃতকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় মাস্ক ও স্যানিটাইজার সাপ্লাইয়ের জন্য মুভমেন্ট পাস নিয়ে তার অন্তরালে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসেন। পরে তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে হস্তান্তর করেন। সোমিক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে কৌশলে ঢাকায় এনে সরবরাহ ও বিক্রি করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়