শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে বোরো ধানের পোকার আক্রমণে সচেতনতায় লিফলেট ও মাংকিং

জাকির আকন:[২] চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে সচেতনতার জন্য কীটনাশক স্প্রে করতে মাইকিং ও লিফলেট বিতরণ করছে । জানা যায়, তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২২ হাজার ৩’শ ১৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। তাড়াশ উপজেলায় হঠাৎ বোরো ক্ষেতে দ্রত কারেন্ট পোকার আক্রমণ রোগ ছড়িয়ে পড়ায় মাঠের পর মাঠের ধানের পাতা ও শীষ মরে যাচ্ছে ।

[৩] ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে কাচা ও পাকা ধান মরে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। তাড়াশ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের পরামর্শ ও সচেতনতায় ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায় ও বাজার এলাকায় মাংকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে । উপজেলার বিনসাড়া গ্রামের কৃষক জানান উপ- সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে পাওয়া যায় না । পোকা লাগার পরে পরামর্শ অনুযায়ী কীটনাশক দিয়ে তেমন কাজ হচ্ছে না ।

[৪] পোকার ব্যাপক আক্রমণ হওয়ায় অনেক কৃষক আধা পাকা ধান কাটছেন । মাংকিং এর ভ্যান চালক জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া দোবিলা গ্রামের রাস্তায় মাংকিং শুনে অনেক কৃষকদের তোপের মুখে পড়েছেন কৃষি কর্মকর্তারা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর জানান উপজেলা ৮টি ইউনিয়নের প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত মাংকিং ও লিফলেট প্রদান করা হচ্ছে ।সম্পাদনা:অনন্যা আ্ফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়