শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের নাজিরপুরে ভাতিজার হাত চাচা নিহত, গ্রেপ্তার ২

মো.মশিউর রহমান: [২] উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাকসী গ্রামে বুধবার (২১ এপ্রিল) ডাব খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই ও তার ছেলেদের হামলায় বড় ভাই মো. মহসিন মোল্লা (৫০) নিহত হয়েছেন।

[৩] নিহত মহসিন মোল্লা ওই গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন অটোরাইস মিলের মিস্ত্রী। এ হামলার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ নিহতের ভাইপো রসুল মোল্লা (২০) ও রিয়াজ মোল্লা(১৮)কে আটক করেছে।

[৪] নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯ টার দিকে মহাসিন মোল্লা তার পৈত্রিক জমিতে থাকা নারিকেল গাছ থেকে নারিকেল পাড়ছিলেন। এ সময় ছোট ভাই রুস্তুম মোল্লা তাকে নারিকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুস্তুম মোল্লার দুই ছেলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন।

[৫] পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্খাজন অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

[৬] নিহতের ছেলে মশিউর রহমান মিঠু জানান, তার পিতা অটোরাইস মিলের একজন ঠিকাদার মিস্ত্রী হিসেবে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কাজ করেন। কিন্তু করোনার বন্ধের কারণে তিনি বাড়িতে আসেন। সকালে নিজ বাড়ির নারিকেল পাড়তে গেলে তার ভাইয়ের সাথে কথার কাটাকাটি হলে তার ছেলেরা এসে তাকে পিটিয়ে আহত করে। পরে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৭] স্থানীয় একাধীক সূত্রে জানা যায় মহশিনের মৃত্যুর খবর ছড়িয়ে পারলে এলাকার লোকজরন ঐ দুই আসামিকে ধৃত করে পুলিশের হাতে সোপর্দ করে। গ্রেফতারকৃত ওই দুই আসাাম এলাকায় দীর্ঘদীন নেশার সম্রাট হিসাবে পরিচিত তাদের ভয়ে কেউ কখনও মুখ খোলেনি।

[৮] নাজিরপুর থানার অফিসার ইন চার্জ মো. আশ্রাফুজ্জামান জানান, মৃতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২ জনকে আটক করা হয়েছে। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়