শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ১,৩৭,৭৯৮ জন আর নিবন্ধন করেছে ৭১,৬৮,৮০৯ জন

শাহীন খন্দকার: [২] বুধবার সারা দেশে দ্বিতীয় ডোজ করোনা টিকা পুরুষ নিয়েছেন ৮৮ হাজার দুইজন আর নারী নিয়েছেন, ৪৯ হাজার ৭৯৬ জন। একদিনে প্রথম ডোজ টিকা নিয়েছেন, ১৬ হাজার ৮১৭ জনের মধ্যে পুরুষ নিয়েছেন ১০,২২৮ এবং নারী নিয়েছেন ৬ হাজার ৫৮৯ জন। রাজধানীতে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ২৩ হাজার ৮৮৫ জনের মধ্যে পুরুষ নিয়েছে ১৫৩৭২ জন আর নারী নিয়েছে ৮২১৩।

[৩] এছাড়া প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৩৫০৮ জনের মধ্যে পুরুষ নিয়েছে ২০৮৩ এবং নারী নিয়েছে ১৪২৫ জন। এ নিয়ে সারা দেশে বুধবার পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন, ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ নিয়েছে ৩৫ লাখ ৭৩ হাজার ৪৪৬ জন আর নারী নিয়েছেন ২১ লাখ ৮৮ হাজার ৪৫৬ জন।

[৪] এপর্যন্ত মোট দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছে ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭ জনের মধ্যে পুরুষ ভ্যাকসিন নিয়েছে ১২ লাখ ৫ হাজার ৭৫৮ জন এবং নারী নিয়েছে ৬ লাখ ১০ হাজার ২২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে এপর্যন্ত ৯৮১ জনের হালকা জ্বর, গায়ে ব্যথার মতো কিছু লক্ষণ দেখা গেলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়