শিরোনাম
◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ আওয়ামী লীগের সব শর্ত মেনেই এমপি হয়েছেন সাকিব: ওবায়দুল কাদের ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩ ◈ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজায় ফিলিস্তিনিরা: জাতিসংঘ ◈ ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় একদিনে ৯৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪ হাজার ২৮০জন

শাহীন খন্দকার: [২] কোভিড-১৯ আক্রান্ত এ পর্যন্ত দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৩২ হাজার ৬০ জন। ৪১০তম দিনে বুধবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। এপর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৫৬১টি। আর দেশের মোট ৩৩৫টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮,৪০৮টি। এর মধ্যে ৪,২৮০ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.০৭ শতাংশ।

[৪] মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫২ লাখ ৪৯ হাজার ৬৮৩টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৪ শতাংশ।

[৫] বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৫ জনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩৬ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

[৬] এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১০,৬৮৩ জনের মধ্যে ৭ হাজার ৮৮৬ জন পুরুষ ও ২,৭৯৭ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৭,০৭২ জন।

[৭] শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.৭৭ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়